শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩) বাগাতিপাড়ায় সংসদ সদস্যর নিজ বাগান বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা নাঈম উদ্দিনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ আনছারি, আতাউর রহমান খান, আবু সাইদ, শেখ তসলিম উদ্দিন, সাফায়েত হোসেন, আবদুল আজিজ, এমরান আলী, আক্তার হোসেন জইটি, মোহাম্মদ আব্দুস সামাদ, রুহুল আমিন, আব্দুল আজিজ, কছিমুদ্দিন, বয়াতুল্লাহ, লুৎফর রহমান, জমসেদ আলী, সাজদার রহমান, শহীদ পরিবারের সন্তান অধ্যক্ষ বাবুল আক্তার প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধারা বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে সহায়তা করার আশ্বাস দেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.