নাটোর প্রতিনিধি :
নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও জেলার আশপাশের ৭-৮ হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নিবেন বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শহরের তেবাড়িয়া মারকাজ জামে মসজিদ সংলগ্ন মাঠে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
আঞ্চলিক এ ইজতেমায় ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে প্রায় ২০-২৫ জন মেহমান অংশ নিয়েছেন।
জানা গেছে, তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় ৯টি খিত্তায় কয়েক হাজার মুসল্লির সমাগম হবে। এতে সিংড়া, গুরুদাসপুর, লালপুর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, নলডাঙ্গা, নাটোর সদর উপজেলা ও পৌরসভার মুসল্লিরা রয়েছেন। আঞ্চলিক এ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়াও নাটোর সিভিল সার্জন অফিস থেকে বসানো হয়েছে মেডিকেল সেন্টার, অগ্নিনির্বাপনের জন্য রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে মাঠে ২০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. শাহাদৎ হোসেন পাপ্পু বলেন, নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা ফজর নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে। আল্লাহপাকের রহমতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার দুপুর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী নাটোরের আঞ্চলিক ইজতেমা শেষ হবে।