শনিবার | ২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১

লালপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

লালপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
নাটোর প্রতিনিধি :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নাটোরের লালপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর ২০২৩) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী।
উপজেলা তথ্য কর্মকর্তা (তথ্য আপা) শুকরানা আশরাফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, বীর মুক্তিযুদ্ধা মো. নাঈম উদ্দিন, শামসুল হক, আব্দুর রাজ্জাক, কে এম শাহাদত ইমাম রঞ্জু, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বাবুল আকতার প্রমুখ।
এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.