শনিবার | ২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১

লালপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

নাটোর প্রতিনিধি :
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর ২০২৩) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার আয়োজনে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল আমিন।


লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ টি এম মাইনুল ইসলাম, নাটোর জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ, লালপুরের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কে এম আব্দুর রব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাটোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়।


লালপুরের ইউএনও এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, তিনদিনব্যাপী (১৯, ২০ ও ২১ ডিসেম্বর ২০২৩) এই প্রশিক্ষণ কর্মশালা চলবে। উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রে ৮৪ জন প্রিজাইডিং, ৫০৯ জন সহকারী প্রিজাইডিং এবং ১০১৮ জন পোলিং মোট ১ হাজার ৬১১ জন কর্মকর্তা ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.