রবিবার | ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১

বড়াইগ্রামে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭১ বছরে পদার্পণ উৎসব উদযাপন করা হয়।
বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মণ্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসাবে সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য শাহ আলম মাস্টার, সাবেক সদস্য মৌটুসী আক্তার মুক্তা, বড়াইগ্রাম অনার্স কলেজের সহকারী অধ্যাপক শফীউল হাসান তীতু, জেলা ছাত্রলীগের সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ অপু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী ও ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদ আলী বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা, ধর্মবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ডা. নাজমুল হক সরকার, সাংবাদিক আসমত উল্লাহ ও রাকিবুল ইসলাম রাজন উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কাটেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.