সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

বাগাতিপাড়ায় ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় ইত্তেফাক পত্রিকার ৭১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩) উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ-এর সভাপতিত্বে ও ইত্তেফাক সংবাদদাতা আরিফুল ইসলাম তপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন খান, বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের সভাপতি শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী শুভাশিষ গারোদিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, মালঞ্চি রেলস্টেশ স্টেশন মোস্তাফিজুর রহমান নয়ন ও বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান হবিসহ সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন খান, নারী শিক্ষার প্রসারে ভূমিকা রাখায় বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজ এবং ৩২ বছর ধরে ১ টাকায় চা এবং ১ টাকায় পান বিক্রেতা সাদা মনের মানুষ রজব ব্যাপারী লালনকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.