বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

নাটোরে বিএনপির লিফলেট বিতরণ

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ জানুয়ারি একতরফা ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে লিফলেট বিতরন করেছে নাটোর জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩) নাটোর সদর উপজেলার ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া বাজারে এই লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরনে নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক নেতা আমিরুল ইসলাম আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এটা জনগণের মৌলিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। তাই সকলকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে এই ডামি নির্বাচনে ভোট না দেওয়ায় কথা জানান তারা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.