বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

নাটোর-১ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে বকুল

নাটোর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় নিশ্চিত করতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দুই উপজেলার পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পাড়ামহল্লায় সাধারণ মানুষের দুয়ারে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে পথসভা ও গণসংযোগ করছেন তিনি।
বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩) লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়ন ও গোপালপুর পৌরসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের হাট বাজার ও এলাকার বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ করেন।
এ সময় বিগত পাঁচ বছরে স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য উপস্থাপন করে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চান। সেই সাথে সকলকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেন। দুর্নীতি মুক্ত উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.