বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

নাটোর-১ আসনে চার প্রার্থীর জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোর-১ আসনে লালপুরে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে নৌকাসহ চার প্রার্থীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় উপজেলা মোড় ও লালপুরে নৌকার প্রার্থীকে এবং কচুয়ায় ঈগল প্রতীকের প্রার্থীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে বুধবার হাতুড়ী ও ঢেকি প্রতীকের প্রার্থীকে ২ হাজার ৫০০ টাকা সর্বমোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ বলেন, বৃহস্পতিবার আচারণ বিধিমালা ১০ এর (ক,খ,গ) বিধি ভঙ্গের কারণে দুই প্রার্থীকে ৫ হাজার টাকা ও বুধবার দুই প্রার্থীকে ৮ এর (ক) ও ১৩ বিধি ভঙ্গের কারণে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.