বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর, ২০২৪ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১

নতুন আঙ্গিকে ক্যাফে বাউয়েট উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ফিতা কেটে বাউয়েট ক্যাফেটেরিয়ার শুভ উদ্বোধন করা হয়। রোববার (৩১ ডিসেম্বর ২০২৩) নতুন আঙ্গিকে সেবার মান বৃদ্ধি করে ক্যাফে বাউয়েট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ।
প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও স্টাফদের জন্য স্বাস্থ্যকর ও মানসম্মত খাদ্য পরিবেশনের জন্য বাউয়েট ক্যাফেটেরিয়ার নতুন আঙ্গিকে চালু করা হয় এবং পাশাপাশি অন্যান্য সেবার জন্য রয়েছে গ্রোসারি শপ ও স্টেশনারী পয়েন্ট।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ আব্দুল হামিদ (অবঃ), সায়েন্স এন্ড হিউমেনিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন এবং প্রক্টর, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর মো. মুনজিনুল মুবীন অর্ড. (অব.), ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক এবং বনলতা হলের প্রভোস্ট মোছা. আছমা ইয়াসমিন এবং অন্যান্য বিভাগের প্রধানগণ ও শিক্ষকমন্ডলি।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্যাফেটেরিয়ার পরিচালনা পর্ষদের সদস্য সমাজবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আল আমিন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.