বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

লালপুরে গত বছরে বিভিন্ন কারনে ১০৯ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে লালপুর উপজেলায় গত এক বছরে (২০২৩ সালে) ১০৯ জনের বিভিন্ন কারনে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
লালপুর থানা, হাসপাতাল, গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৩ সালে লালপুর উপজেলায় ১০৯ জনের বিভিন্ন কারনে মৃত্যু হয়েছে। এর মধ্যে আত্মহত্যায় ৩৫ জন, দুর্ঘটনায় ২৮ জন, ট্রেনে কাটা পড়ে ১৩ জন, পানিতে ডুবে ও সাপে কাটা পড়ে ১২ জন, লাশ উদ্ধার, গাছ থেকে পড়ে ও হত্যাকাণ্ডে ১৫ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জন এবং অগ্নিকাণ্ডে ২ জন মারা গেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে এর সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। বিভিন্ন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, উপজেলার প্রশাসনসহ আত্মহত্যাজনিত অপমৃত্যু নিয়ন্ত্রণে বিভিন্ন দপ্তর থেকে সচেতনতা বৃদ্ধিতে সভা, উঠান বৈঠক, সেমিনার করা হচ্ছে। অসচেনতা-দুর্ঘটনায় মৃত্যু রোধে উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেওয়া হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.