শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

নাটোরের ৪টি আসনে পর্যবেক্ষক তালিকায় অস্তিত্বহীন প্রতিষ্ঠান

নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনে পর্যবেক্ষক হিসেবে ৯টি বেসরকারি প্রতিষ্ঠানকে কাজ করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। তবে জেলায় এসব প্রতিষ্ঠানের একটিরও অস্তিত্ব পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ তালিকা সূত্রে জানা যায়, নাটোরের ৪টি আসনে ঘুরেফিরে এই ৯টি প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট (সীড), বিবি আছিয়া ফাউন্ডেশন, ডেভেলপমেন্ট হেল্পিং কি (ডিএইচকে), জানিপপ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সুফিয়া হানিফ ফাউন্ডেশন, পিপলস এসোসিয়েশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট (পাশা), প্রকাশ গণকেন্দ্র (পিজিকে), বিয়ান মনি সোসাইটি এবং রাজারহাট স্বাবলম্বী সংস্থা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০২৪) খোঁজ নিয়ে নাটোর জেলার সাতটি উপজেলার কোথাও এসব প্রতিষ্ঠানের অবস্থান ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও-র কর্তব্যক্তিরাও এসব প্রতিষ্ঠানের নাম শোনেননি।
আলো এনজিও নাটোরে প্রায় দুই দশক ধরে কাজ করছে। এর চেয়ারম্যান শামীমা লাইজু নীলা বলেন, কমিশনের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কোনো অস্তিত্ব নেই। কার্যালয় কোথায় তাও জানি না।
লালপুরের স্বেচ্ছাসেবী বেসরকারি প্রতিষ্ঠান ‘আভা ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোখলেছুর রহমান টগর বলেন, আমরা প্রায়ই তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো মিলিত হই। এমনকি ইউএনও অফিসেও মাসিক সভা হয়ে থাকে। এসব প্রতিষ্ঠানের কাউকে কখনোই দেখিনি। নামও শুনিনি।
এ ব্যাপারে নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগের দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা যাদেরকে পর্যবেক্ষক নিয়োগ করেছেন তাদের কাজে আমরা সার্বিক সহযোগিতা করবো। তবে এদের মধ্যে কেউ যেনো পক্ষপাতিত্বমূলক আচরণ না করেন সে ব্যাপারে প্রশাসন সজাগ থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.