নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে কাজ করার সময় মো. মিরাজ (১৯) নামে এক শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০২৪) সকাল সোয়া ৮টার দিকে মিলের ভেকাস ক্যারিয়ারে কাজ করার সময় পা ফসকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত মিরাজ উপজেলার বাহাদীপুর গ্রামের রহিমের ছেলে।
মিলের শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে মিলের ভেকাস ক্যারিয়ারে কাজ করার সময় শ্রমিক মিরাজ পা ফসকে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে লালপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে মিরাজকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, আহত ব্যক্তির ডান হাত ক্ষতিগ্রস্থ হয়েছে।
নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, দুর্ঘটনা কবলিত ব্যক্তি ঠিকাদারের অধীন দৈনিক হাজিরার একজন শ্রমিক। প্রাথমিকভাবে জানা গেছে কাজ করার সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পা ফসকে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে লালপুর পরে রাজশাহীতে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে পাঠানো হয়েছে। মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে তার পরিবারের হাতে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আরও ৩০ হাজার টাকা চাঁদা তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে রোগীর পরিবারকে বলা হয়েছে চিকিৎসার জন্য যত টাকা লাগে ব্যবস্থা করা হবে। মিলের একজন শ্রমিক হিসেবে কোন রকম অবহেলায় যেন অঙ্গহানী না ঘটে সে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিল্প সচিব মহোদয়কে বিষয়টি অবগত করা হয়েছে। সকলে তার পাশে রয়েছে।