শনিবার | ২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১

বাউয়েটে কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে (বাউয়েট) কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০২৪) সিন্ডিকেট সভাকক্ষে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ এর সভাপতিত্বে এ সভা হয়।
উক্ত সভায় কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির ১ম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভার গঠন, সিই, সিএসই, ইইই বিএইটিই (ইটি) রিপোর্ট পর্যালোচনা, রিসার্চ/কনফারেন্স পেপারের রেজিস্ট্রেশন নীতিমালা, আইকিউএসি/কিউএসি-র বার্ষিক প্রতিবেদন, মানসম্পন্ন পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, শিক্ষার্থীদের পারফর্মেন্স মূল্যায়ন, শ্রেণিকার্যক্রমের মান পর্যবেক্ষণ, প্লেইসমেন্ট, রিসার্চ এবং সকল কমিটির কার্যক্রম পর্যালোচনা, বাউয়েট কনভোকেশন, ফ্যাকাল্টি এন্ড স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স/সেমিনার আয়োজন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইকিউএসি-র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, রির্সাচ এন্ড পাবলিকেশন সেলের পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক ড. ইঞ্জিনিয়ার মো. মাহমুদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আতাউল করিম, এমই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ আলমোস্তাসিম মাহমুদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. আবদুল হামিদ (অব.), অর্থ ও হিসাবের ভারপ্রাপ্ত পরিচালক মো. সেলিম রেজা এসিএমএ এবং কিউএসি-র সদস্য সচিব মো. হামিদুর রহমান প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.