বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

লালপুরে জামায়াত শিবিরের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বর্জন ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে হরতালের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জানুয়ারি ২০২৪) বিকেলে উপজেলার নছিরারবিল এলাকায় তারা ঝটিকা মিছিল বের করে।
জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার নছিরারবিল এলাকায় লালপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদসহ ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং ৬-৭ জানুয়ারী সর্বাত্মক হরতালের সমর্থনে এ কর্মসূচি পালন করেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য সাজ্জাদুর রহমান উজ্জ্বল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.