বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

লালপুরে প্রস্তুতিমূলক সভা ও বিদায় সংবর্ধনা

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ও অবসরজনিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি ২০২৪) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শারমিন আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমুখ।


অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিবারের পক্ষ থেকে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুন্নবী, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ হোসেন, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মন্ডল এবং বরমহাটী সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপজেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্ট), ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.