মঙ্গলবার | ৮ অক্টোবর, ২০২৪ | ২৩ আশ্বিন, ১৪৩১

এমপি হলেন রাবি’র সাবেক ২০ শিক্ষার্থী

আনোয়ারা খাতুন শেফালী, নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০ জন সাবেক শিক্ষার্থী নির্বাচিত সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
গত ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এমপি নির্বাচিতরা হলেন:
৭-খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), ১০-মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫), ১৫-মো. সিদ্দিকুল আলম (নীলফামারী-৪), ৩২- অধ্যক্ষ আবুল কালাম আজাদ (গাইবান্ধা-৪), ৩৪-শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), ৪৮-সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাাঁ-৩), ৫২-ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), ৫৩-শফিকুর রহমান বাদশা (রাজশাহী-২), ৫৫-অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ (রাজশাহী-৪), ৫৬-আব্দুল ওয়াদুদ দারা (রাজশাহী-৫), ৫৮-অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (নাটোর-১), ৬৮-শামসুল হক টুকু (পাবনা-১), ৬৯-আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), ৮১-আব্দুল হাই (ঝিনাইদহ-১), ৮৮-এনামুল হক বাবুল (যশোর-৪), ৯২-বীরেন শিকদার (মাগুরা-২), ১০৩-নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), ১০৪-মো. রশীদুজ্জামান (খুলনা-৬), ২২০-তাহমিনা বেগম (মাদারীপুর-৩) এবং ৩০০-বীর বাহাদুর উ শৈ সিং (বান্দরবান)।
নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, নির্বাচিত ১৮ জন সংসদ সদস্য এখন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব না। তারা এখন পুরো জাতির গর্ব। তাদের যোগ্য ও প্রাজ্ঞ নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.