শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

বড়াইগ্রামে বৃদ্ধের লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাড়াইগ্রাম উপজেলা বৃদ্ধের লাশ উদ্ধার করেছ পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) সকালে উপজেলার বাগডোব এলাকায় বড়াল নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ভোরে বড়াইগ্রামের বাগডোব এলাকায় বড়াল নদীতে মগরেব আলী নামের এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়ে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো কোন কারন জানা যায়নি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.