মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫ | ৩০ পৌষ, ১৪৩১

লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পক্ষ থেকে এমপিকে গণসংবর্ধনা

৫৮, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ মহোদয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অত্র বিদ্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ৫৮, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) মাননীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মো. ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফু।

লালপুর উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ আরিফুল ইসলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের সহকারী অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য, ওয়াহিদুজ্জান সরকার, আসলাম উদ্দীন, আব্দুল মান্নান, দুলাল উদ্দীন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা গন, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগন, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.