শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

বাগাতিপাড়ায় শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর, সম্পাদক আলমগীর

বাগাতিপাড়া প্রতিনিধি।।

নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে প্রধান শিক্ষক সাজেদুর রহমান সাজ্জাদ সভাপতি এবং সহকারী শিক্ষক আলমগীর হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১১মার্চ২০২৪) নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে চকগোয়াস বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান সাজ্জাদ তৃতীয় বারের মতো সভাপতি এবং একডালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৫৮১ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৫৬৫ জন। এতে সভাপতি পদে সাজেদুর রহমান সাজ্জাদ পেয়েছেন ৩৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ১৮০ ভোট।
সাধারন সম্পাদক পদে আলমগীর হোসেন পেয়েছেন ২৯৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম পেয়েছেন ২৬৫ ভোট। সভাপতি পদে ৮টি ও সাধারণ সম্পাদক পদে ৭টি ভোট বাতিল হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হোসেন এবং প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সহকারি প্রোগ্রামার শফিকুল ইসলাম।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.