নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে টিভি মেকার সোহেল রানা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসি।
শুক্রবার (১৫মার্চ) জুমার নামাজের পরে ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড়ে এ মানব বন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী এ সময় উপস্থিত বক্তব্যে বক্তারা বলেন খুনিদের বাড়ি পুলিশ পাহারা দিচ্ছে কিন্তু সোহেল রানা হত্যা মামলার আসামি চিহ্নিত হওয়ার পরেও কেন আজও দোষীদের গ্রেফতার করেছে না পুলিশ। আগামী ৭২ ঘন্টার মধ্যে সোহেল রানা হত্যা মামলার আসামি গ্রেফতার না হয়। এলাকাবাসীদের সঙ্গে নিয়ে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি ও ওই খুনিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব।
মানব বন্ধনে বক্তব্য রাখেন সোহেল রানার ভাতিজা সাহিম আহাম্মদ, মো,ফারহান রহমান পাপ্পু,কালাম,রাশিদুল,দোকানদার শাহিন, মান্নান ও স্থানীয় ইউপি সদস্য মুকুল প্রমুখ।উল্লেখ্য মঙ্গলবার (১২মার্চ ২০২৪) সকালে উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় এলাকার একটি ভুট্টার ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায় সকালে কয়েক জন লোক ভুট্টা খেতের পাশে একটি লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।