শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

লালপুর রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

লালপুর রোগী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

(৮ এপ্রিল,২০২৪) সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংগঠনের সভাপতি ডাঃ এ.কে. এম সাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুরুজ্জামান শামীম, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিমানুর রহমানসহ সাধারণ সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের তৎপরতা বৃদ্ধি, তহবিল গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.