রবিবার | ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১

লালপুরে রাস্তা পাকাকরণ ও হাসপাতাল উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর ২০২৩) সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় সংলগ্ন নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওতায় ১১ শ মিটার কাঁচা রাস্তা চুক্তিমূল্যে ৯৯ লাখ ৪৪ হাজার ৫৩৩ টাকা ব্যয়ে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর হাট হতে মাঝগ্রাম রেলস্টেশন রোড পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণ কাজ বাস্তবায়ন করবে।
দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. এ কে এম শাহাবুদ্দিন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদিউর রহমান বদর, সদস্য কামরুজ্জামান লাভলু, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, নাটোর জেলা তাঁতি লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
পরে পপুলার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের পরিচালক মো. বাবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড়ে মল্লিক প্লাজায় পপুলার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার উদ্বোধন করেন এমপি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.