শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

ইসতিসকার সালাত আদায়, বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক।।
তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় নাটোরের লালপুরে ইসতিসকার সালাত আদায় করেছেন ধর্ম প্রাণ মুসল্লিরা।
শনিবার (২৭ এপ্রিল ২০২৪) সকালে হিলফুল ফুজুল শান্তি সংঘের আয়োজনে উপজেলা রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার সালাত আদায় করা হয়। এতে বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজের ইমামতি করেন বিলমাড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সুলতান মাহমুদ সাঈফ।
নামাজ ও খুদবা শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। এসময় ধর্ম প্রাণ মুসল্লিরা কেঁদে কেঁদে দুই হাত তুলে পরম করুনাময় আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করেন।
খতিব সুলতান মাহমুদ সাঈফ বলেন ইসতিসকা অর্থ হল বৃষ্টির জন্য প্রার্থনা, দীর্ঘ দিন যাবৎ সারা দেশে কোন বৃষ্টিপাত নেই, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জন জীবন। তাই কয়েকটি গ্রামের মানুষ আজ সমবেত হয়ে বৃষ্টির জন্য সালাত আদায় করলাম। মহান আল্লাহ তায়ালা আমাদের এই সালাত কবুল করে অচিরেই জমিনে রহমতের বৃষ্টি বর্ষন করবেন।
শামীম আলীসহ স্থানীয়রা বলেন তীব্র গরম ও প্রখর রোদে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, শুধু মানুষ নয় প্রাণীকূলও কষ্ট পাচ্ছে তাই আমরা ইসতিসকার নামায আদায় আল্লাহর নিকট রহমতের বৃষ্টির জন্য দোয়া করলাম।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.