শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

জেলেদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরের ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর ২০২৩) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল। উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে ৫০০জন জেলের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.