বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১

ঢাকাগামি বাসে তল্লাশি ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুর বনপাড়া সড়কের শিমুলতলা চেকপোষ্টে ঢাকাগামী একটি বাস তল্লাশি চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা সুত্রে জানা যায় সোমবার (২৯এপ্রিল) দিনগত রাতে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা নাছিম আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজশাহী জেলার বাঘা থেকে ছেড়ে আসা আরপি পরিবহন ঢাকা-ব- ১১-০০৬২ ঢাকাগামী বাসে উপজেলার লালপুর বাজার থেকে গোপনে সাদা রঙের প্লাস্টিকে মোড়ানো পেয়ার কার্টুনের ভিতরে ফেন্সিডিল বুকিং দিয়ে নারায়নগজ্ঞ জেলার মহব্বত আলী মোল্লা এর নিকট প্রেরণ করিতেছে । এমন সংবাদের ভিত্তিতে লালপুর থানা এলাকার শিমুলতলা চেকপোস্টে রাত সাড়ে ১০টায় ওই বাস টিকে থামিয়ে তল্লাশি চালায় থানা পুলিশ এ সময় বাসের ছাদের উপর থেকে পেয়ারার কার্টুনে থাকা ১৫৫ বোতল আমাদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান কালে ফেন্সিডিল বুকিং দেয়া রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের লালন মন্ডলের ছেলে মিঠুন (৩৮)কৌশলে পালাইয়া যায়।
এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা নাছিম আহমেদ বলেন এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা রজু করা হয়েছে ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.