শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

নাটোরের দুটি  উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক ।।

নাটোরের দুটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান ।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৪) সকাল ১০ টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এই প্রতিক বরাদ্দ দেওয়া হয়।

জেলা  রির্টানিং কর্মকর্তা  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান  জানান, আগামি ২১ মে ২য় ধাপে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ও লালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে  লালপুর উপজেলা চেয়ারম্যান পদে ০৬ জন মোঃ হাসেম আলী (মোটরসাইকেল, মোঃ  আমিনুল ইসলাম জয় (ঘোড়া), মোঃ শামিম আহমেদ সাগর (কাপ পিরিজ), মোঃ  আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম), মোঃ  আরিফুল ইসলাম (কই মাছ), মোঃ  ইসাহাক আলী (আনারস),

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মোঃ মনোয়ার হোসেন (উড়োজাহাজ), মোঃ কামরুল ইসলাম (তালা), মোঃ তৌহিদুল ইসলাম (টিউবয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মোছাঃ পারভীন আক্তার বানু (ফুটবল), মোছাঃ লাবনী সুলতানা (কলস), মোছাঃ মাহাফুজা খাতুন (বৈদ্যুতিক পাখা)

বাগাতিপাড়া উপজেলা  চেয়ারম্যান পদে ৫ জন মোঃ শরিফুল ইসলাম (আনারস), মোঃ আবুল হোসেন (দোয়াত কলম), মোঃ জান্নাতুল ফেরদৌস (ঘোড়া), মোঃ এ এস এম জাহাঙ্গীর (মোটর সাইকেল), মোঃ আসলাম উদ্দিন (শালিক পাখি),

ভাইস চেয়ারম্যান পদে ৪ জন কাজী আমানুর রহমান (উড়োজাহাজ), মোঃ আব্দুল হাদী (চশমা) মোঃ নবাব আলী (তালা), মোঃ সেলিম রেজা (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন মিতা বেগম শিবলী (কলস), খোদেজা বেগম শাপলা (ফুটবল)|

এদিকে প্রতীক বরাদ্দের পর পরই নির্বাচনী প্রচারনায় নামে প্রার্থীরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.