বুধবার | ১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১

নাটোর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাজার শরীফ মহিলা কারিগরি কলেজ

নিজস্ব প্রতিবেদক :
নাটোর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে লালপুর উপজেলার মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ।


রোববার (৫ মে ২০২৪) বিকেলে নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার হাত থেকে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহণ করেন কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি।
জেলা শিক্ষা অফিসার মো. শাহাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য প্রযুক্তি ও শিক্ষা) মো. রওশন আলী, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জি এম ইস্রাফিল ইসলাম প্রমুখ। নাটোর জেলার ৭টি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করে।


এরআগে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলা পর্যায়ে (৩০/০৪/২০২৪) মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের সেরা শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়। সেই সাথে অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি শ্রেষ্ঠ প্রধান নির্বাচিত হন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.