শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

লালপুরে বিএসএড কোর্সের অনুমোদন পেল জাহানারা এন্ড লতিফর রহমান কলেজ

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে অনুমোদন পেল জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ।
সোমবার (২০ মে ২০২৪) বিষয়টি নিশ্চিত করেছেন জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সিমানুর রহমান। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে দক্ষ জনবল তৈরীতে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ এখন থেকে ব্যচেলর অব ও স্পেশাল এডুকেশন ( বিএসএড) কোর্স পরিচালনা করবে। প্রতিষ্ঠানটি তার নিজস্ব ক্যাম্পাস থেকে এ কোর্স পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন কমিটির সুপারিশক্রমে এর অ্যাকাডেমিক কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই অধিভুক্তির অনুমোদন দিয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক চিঠিতে বলা হয়েছে। প্রতি ব্যাচে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। ২০২৫ শিক্ষা বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠানটি তাদের প্রচার প্রচারনা শুরু করেছে বলে জানা যায়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.