রবিবার | ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১

লালপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

নিজস্ব প্রতিবেদক।।

তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে
লালপুরে বিশ্ব তামাক মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১মে) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে তথ্য কর্মকর্তা শোকরানা আশরাফীর পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. শামীমা আখতার সাথী , লালপুর থানার পুলিশ উপ-পরিদর্শক ( এস আই) ওমর ফারুক শিমুল, সাংবাদিক মাজহারুল ইসলাম তিব্বত, শাহীন ইসলাম, শাহ আলম সেলিম, আব্দুল মোত্তালেব রায়হান, ইয়াছিন আলী,মোস্তাফিজুর রহমান । এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা তামাকের কুফল সম্পর্কে তুলে ধরেন এবং সবাইকে তামাক থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.