শুক্রবার | ৩ জানুয়ারি, ২০২৫ | ১৯ পৌষ, ১৪৩১

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আজিজ তাহের খান

প্রাপ্তি প্রসঙ্গ ডেক্স :
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মো. আজিজ তাহের খান।
তিনি ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে যোগদান করেন। এর আগে তিনি সদস্য-অর্থ (অতিরিক্ত সচিব) হিসাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫শ ব্যাচের বিসিএস (ইকনমিক) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গবেষনা কর্মকর্তা হিসাবে কাজ শুরু করেন। তিনি ২০০৩ সালের আগস্ট মাস হতে ২০০৬ সালের নভেম্বর পর্যন্ত বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-তে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আইএমইডিতে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের উন্নয়ন প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও মূল্যায়নের সাথে সম্পৃক্ত ছিলেন। এরপর তিনি ডিসেম্বর ২০০৬ সাল হতে ডিসেম্বর ২০২২ পর্যন্ত বাস্তবায়ন পরিবীক্ষন মূল্যায়ন বিভাগের আওতাধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এ উপ-পরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) উপ-পরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে পাবলিক প্রকিউরমেন্ট আইন, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, স্টান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ইজিপি সিস্টেম প্রণয়নে সম্পৃক্ত ছিলেন। তিনি সরকারি ক্রয় ব্যবস্থপনা বিষয়ে একজন সার্টিফাইড ট্রেইনার।
তিনি দেশে-বিদেশে অনেক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে প্রকল্প প্রনয়ন, প্রক্রিয়াকরণ এবং সরকারি ক্রয় প্রক্রিয়াকরণ ও চুক্তি বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তন্মধ্যে ইটালির Tor Vargata University, Rome এবং ITC-ILO অন্যতম।
মো. আজিজ তাহের খান ১৯৬৭ সালের ২ জুলাই পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার নগর চেংঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মো. আব্দুল হামিদ খান ও মাতা বেগম খোদেজা খাতুন। তিনি তাঁর নিজ উপজেলার বাগদহ দ্বিমূখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং দিনাজপুর সরকারি কলেজ হতে এইচএসসি সম্পন্ন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রী অর্জন করেন। তিনি ইটালীর তুরিন ইউনিভার্সিটি থেকে ‘Public Procurement Management on Sustainable Development’ বিষয়ে মাস্টার্স এবং বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি Bangladesh University of Professional (BUP) থেকে ‘Public Procurement and Contract Management Process in Bangladesh: An Analysis of the Effectiveness of Government Functionaries’ বিষয়ে পিএইচডি গবেষনাপত্র প্রণয়নে সম্পৃক্ত রয়েছেন।
তাঁর সহধর্মিনী শাম্মী সুলতানা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষক (কম্পিউটার) হিসেবে কর্মরত। তাঁদের তিন পুত্র সাফল্য, কৃতিত্ব ও প্রাচূর্য।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.