বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর, ২০২৪ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১

লালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় হান্নান আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩জুন২০২৪) দুপুরে ঈশ্বরদী টু বাঘা আঞ্চলিক মহাসড়কের তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হান্নান আলী উপজেলার কাজীপাড়া এলাকার মৃত রঞ্জিত প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় হান্নান আলী পদ্মা নদীর চর থেকে বাদাম তুলে বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে লালপুর অভিমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে চালকসহ আটক করা হয়েছে। এব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.