রবিবার | ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১

শাবি প্রেসক্লাবের নেতৃত্বে রুদ্র-নাঈম

শাবি প্রতিনিধি।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৩-২০২৪ সেশনের ১৯তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাসান নাঈম।
বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) দুপুর দুইটায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া এবং সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি কালবেলার রাহাত হাসান মিশকাত, যুগ্মসাধারণ সম্পাদক যুগান্তরের জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ আজকের পত্রিকার তানভীর হাসান, দপ্তর সম্পাদক জাগোনিউজের নাঈম আহমদ শুভ। এছাড়া অধিকারের আদনান হৃদয়, যুগভেরীর সাগর হাসান শুভ্র এবং সিলেট বাণীর নুর আলম কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আঁরফিন খান, সহকারী প্রক্টর মোহামমদ মিজানুর রহমান, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি নাজমুল হুদা, সহসভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে সদস্যদের সাথে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, প্রথম ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন প্রমুখ।
স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর ও অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের ধারা অব্যাহত রাখতে সদস্যদের প্রয়াস মুগ্ধ করেছে। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমাম হাসান মুক্তিসহ সকল অগ্রজদের পক্ষ থেকে নতুন কমিটিসহ বর্তমান সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তোমাদের হাত ধরে অনন্য শিখরে পৌঁছে যাবে আমাদের প্রাণের এ সংগঠন। শুভ কামনা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.