নাটোর প্রতিনিধি :
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ (৩০ জুলাই-৫ আগস্ট) উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই ২০২৪) উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিনের কার্যালয়ে এ সভা হয়।
সভায় মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন লালপুর উপজেলার জলমহাল ও মৎস্য বিষয়ক তথ্য জানান, মোট দীঘি/পুকুর ও বাণিজ্যিক মৎস্য খামার-৩৭৯০টি, আয়তন-৭৯১ হেক্টর, মৎস্য উৎপাদন-৪ হাজার ৯১৭ মেট্রিক টন। খাস পুকুর-৫৯টি, আয়তন-২৫.৪ হেক্টর। বিল-২টি, আয়তন-১৭ দশমিক ৭ হেক্টর, উৎপাদন-৮ দশমিক ৮৫ মেট্রিক টন। নদ-নদী-৬টি, আয়তন-২ হাজার ৯১১ হেক্টর, উৎপাদন-৩৮৪ দশমিক ৭ মেট্রিক টন। খাল-৪টি, আয়তন-৭ দশমিক ৯৬ হেক্টর, উৎপাদন-৩ দশমিক ২৪ মেট্রিক টন। প্লাবন ভূমি-১৫টি, আয়তন-২৪০ হেক্টর, উৎপাদন-৬২ দশমিক ২০ মেট্রিক টন। গলদা চিংড়ি চাষ-১টি, আয়তন-দশমিক ১৩ হেক্টর, উৎপাদন-দশমিক ০৩৫ মেট্রিক টন। বরোপিট এবং সড়ক, রেল ও জনপথের জলা-২৮টি, আয়তন-৫০ হেক্টর, উৎপাদন-১৩৭ দশমিক ১৮ মেট্রিক টন।
বেসরকারি নার্সারী-২৫টি, মৎস্য চাষি-২ হাজার ১২৫ জন, মৎস্যজীবি-১ হাজার ৭৫৩ জন, মৎস্য আড়ত-১০টি, পোনা উৎপাদন-৩০ লাখ, বরফ মিল-২টি, চিংড়ি নার্সারী-২টি, পোনা অবমুক্ত (রাজস্ব)-দশমিক ৬৩৪ মেট্রিক টন।
উপজেলার মোট জনসংখ্যা-৩ লাখ ৬ হাজার ৩৫৭ জন (পুরুষ-১ লাখ ৫৪ হাজার ৭৫৬ জন ও মহিলা-১ লাখ ৫১ হাজার ৬৩১ জন)। মাছের মোট উৎপাদন-৫ হাজার ৪১৭.৮৯ মেট্রিক টন। মাছের চাহিদা-৫ হাজার ৮১৪.৬৫ মেট্রিক টন (জনপ্রতি ৬৫ গ্রাম প্রতিদিন)। মাছের ঘাটতি-৩৯৭.৩৬ মেট্রিক টন। হাটবাজারের সংখ্যা-৩৮টি, মৎস্য চাষি সমিতি-২০টি, পোনা ব্যবসায়ী-৮৫ জন, প্রশিক্ষণপ্রাপ্ত মৎস্য চাষি-৬১৬ জন। প্রণোদনাপ্রাপ্ত জেলে ৫০০ জন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প সুবিধাভোগি ৪০ থেকে ৫০ জন। উপজেলায় জাটকা সংরক্ষণ প্রকল্পের কোন সুবিধা নেই।