রবিবার | ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের বিবৃতি

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু অতি উৎসাহী হয়ে বিজয় উল্লাসে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন নেতা-কর্মীদের।
সোমাবর (৫ আগস্ট ২০২৪) বিবৃতিতে সকলকে বিজয়ী শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমাদের সন্তানদের, আমাদের সবার এই বিজয়। বিজয় উল্লাস উদযাপন করতে গিয়ে আমরা যেন রাষ্ট্রের সম্পদ নষ্ট না করি। এ গুলো আমাদেরই সম্পদ।
সংযত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা যেমন মসজিদ রক্ষা করি তেমনি সকল ধর্মের উপাসনালয়গুলো রক্ষা ও সকলের নিরাপত্তা নিশ্চিত করবো। তা না হলে আমাদের এই সুন্দর-পবিত্র অর্জনকে ম্লান করবো না। অন্যকেও করতে দেবো না। আইন অনুযায়ী বাংলাদেশের মাটিতেই অপরাধীদের বিচার হবে ইনশাআল্লাহ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.