শনিবার | ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩০ ভাদ্র, ১৪৩১

জীবন দিয়ে হলেও দেশের সম্পদ রক্ষার ঘোষণা জামায়াতের

নাটোর প্রতিনিধি:
জীবন দিয়ে হলেও দেশের সম্পদ হেফাজত করার ঘোষণা দিয়েছেন নাটোরের লালপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মৌলানা মো. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (৬ আগস্ট ২০২৪) বিজয় মিছিল শেষে এ ঘোষনা দেন।
তিনি বলেন- জীবন দিয়ে হলেও দেশের সম্পদ হেফাজত করা হবে। জামায়াতে ইসলামী মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিচ্ছে। উল্লাস-আনন্দে নতুন করে স্বাধীন বাংলাদেশে কোন সংখ্যালঘু ব্যক্তি বা ঘরবাড়িতে আক্রমণ, দোকানপাট, ধর্মীয় প্রতিষ্ঠানে ভাংচুর না করার অনুরোধ জানান। শান্তি-শৃংখলা বজায় রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.