লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।
বুধবার (৭ জুন ২০২৩) নতুন এমডি হিসেবে যোগদান করায় প্রশাসন, সিবিএ ও বিভিন্ন বিভাগ এবং সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিফ অব পার্সোনাল শাহ্রীনা তানাজ স্বাক্ষরিত এক অফিস আদেশে মঙ্গলবার (৬ জুন ২০২৩) ফরিদপুর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যাকে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে বদলি করা হয়। অপর এক আদেশে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজমকে সংস্থার প্রধান (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে পদায়ন করা হয়।