রবিবার | ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১

বড়াইগ্রামে ৭ দিন যাবত নিখোঁজ শফি মিয়া

নিজস্ব প্রতিবেদক,
নাটোরের বড়াইগ্রাম থেকে শফি মিয়া (৪৭) নামে এক ব্যাক্তি সাতদি যাবত নিখোঁজ হয়েছে। গত শনিবার সকালে উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর তুহিন হোসেনর বাড়ি থেকে নিখোঁজ হয়। শফি মিয়া উপজেলার গোপালপুর ইউপির পুর্নকলস গ্রামের মৃত ইসুমুদ্দিন শিকদারের ছেলে। তিনি কিছুটা ভারসাম্যহীন।
শফি মিয়ার জামাতা তুহিন হোসেন বলেন, তিনি (শশুর) বেশ কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন আগে আমার বাড়িতে বেড়াইতে আসে। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে নেই। দরজাও খোলা। আত্বীয়-স্বজনের বাসায় খোজাখুজি করেও স্বন্ধান পাওয়া যাচ্ছে না।
শফি মিয়ার ছেলে নবীন শিকদার বলেন, থানায় জিডি করার প্রস্তুতি চলছে। আমাদের ধারনা কোথায় গিয়ে আটকা পরছে। মানসিক সমস্যা থাকায় বাড়ি ফিরতে পারছে না। কোন হৃদয়বান ব্যাক্তি যদি সন্ধান দিতে পারেন আমরা তাকে পুরস্কিত করব।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, থানায় কেউ লিখিত অভিযোগ বা সাধারণ ডায়রী করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.