বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

ঈশ্বরদী-রাজশাহী ভায়া লালপুর বাস সার্ভিস চালু হচ্ছে ১১ সেপ্টেম্বর

নাটোর প্রতিনিধি :
দীর্ঘ ১৫ বছর পর পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহী ভায়া নাটোরের লালপুর বাস সার্ভিস চালু হচ্ছে বুধবার (১১ সেপ্টেম্বর)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) সার্ভিস চালু উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে।
এদিকে সোমবার (৯ সেপ্টেম্বর) রাজশাহীর বাঘা বাস টার্মিনাল সভাকক্ষে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের বাঘা শাখা।
মতবিনিময় সভায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, এই রুটের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলকে সহজ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় লালপুর-ঈশ্বরদী ও লালপুর-বাঘা সড়কে জনপ্রতি ২০ টাকা ও ছাত্রদের ১৫ টাকা এবং ঈশ্বরদী-রাজশাহী ১৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়।


সভায় বক্তব্য রাখেন- রাজশাহী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, সহ-সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রাসেল, বাস মালিক সমিতির সহ-সম্পাদক মজিবর রহমান, মালিক সমিতির সদস্য মামুন সরদার, বাঘার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, রাজশাহী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সবুজ মাহমুদ, লালপুরের ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল বাকী, সাদ্দাম হোসেন, ঈশ্বরদীর ছাত্র সমন্বয়ক সিফাত হোসেন ও সাংবাদিক এহসানুল করিম তুহিন প্রমুখ। এ সময় মালিক সমিতির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.