বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

ঈশ্বরদী থানার নতুন ওসি শহীদুল ইসলাম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদী থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে বদলী হয়েছেন পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম। তিনি পাবনা সদর থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান প্রেরীত ১২৬৫ (১৬) নং স্মারকের অফিস আদেশে এই খবর জানা গেছে।

নবাগত ওসি শহীদুল ইসলাম ইতোপূর্বে ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ি এবং আমবাগান পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এদিকে ঈশ্বরদী থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালনরত রফিকুল ইসলামকে পাবনা জেলার চাটমোহর সার্কেলে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে বদলী করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.