শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪ | ৬ পৌষ, ১৪৩১

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. তারেক হাসান মাসুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হানিয়ারা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহফুজুর রহমান, আনসার ভিডিপি অফিসার মোছা. আরজু খাতুন, এসআই মো. রেজাউল করিম, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক পলাশ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মো. ওয়ালিউল ইসলাম, সাংবাদিক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, আব্দুল মোত্তালেব রায়হান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রজা উদযাপন পরিষদের সভাপতি দিপেন্দ্র নাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন, ওয়ারেন্ট অফিসার মো. ফজলুর রহমান, উপজেলার ৪০টি মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ইসলামিক ফাউন্ডেশন, ফারয়াস সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.