নাটোর প্রতিনিধি
‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ পালিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর ২০২৪) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম শাহাব উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মো. শরীফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস) লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।