শুক্রবার | ৮ নভেম্বর, ২০২৪ | ২৩ কার্তিক, ১৪৩১

এয়ারবাস এ৩৫০ পাইলট ও কেবিন ক্রু প্রশিক্ষণে এমিরেটসের বিনিয়োগ ৪৮ মিলিয়ন ডলার

বিশেষ সংবাদদাতাঃ

খুব শীঘ্রই এমিরেটস বহরে যুক্ত হতে যাচ্ছে সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০। উড়োজাহাজগুলো পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পাইলট ও কেবিন ক্রু প্রশিক্ষণের কাজ শুরু করেছে এয়ারলাইনটি। এজন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম বাবদ ব্যয় হচ্ছে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার।

প্রশিক্ষণ সরঞ্জামগুলোর মধ্যে থাকছে পাইলট সাপোর্ট সিস্টেমসহ (পিএসএস) তিনটি ফুল ফ্লাইট সিম্যুলেটর, একটি ফিক্সড বেইজড ট্রেইনিং ডিভাইস, একটি কেবিন ইমার্জেন্সি ইভাক্যুশন ট্রেইনার এবং একটি ডোর ট্রেইনার। প্রশিক্ষণের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করতে এমিরেটস নিজের উদ্যোগে নিজস্ব স্থাপনায় পিএসএসগুলো তৈরি করেছে। প্রশিক্ষণ সেশনগুলোতে যথাসম্ভব বাস্তব অভিজ্ঞতা প্রদানে ফ্লাইট ডেকের অনুকৃতির সঙ্গে অডিও-ভিজুয়াল সিস্টেম ব্যবহৃত হবে।

এমিরেটস ইতোমধ্যে এ৩৫০ উড়োজাহাজের জন্য ৩০ জন পাইলট এবং ৮২০ জন কেবিন ক্রুর প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নভেম্বরের শেষ নাগাদ আরও ৫০ জন পাইলট এ৩৫০ ফুল-ফ্লাইট সিম্যুলেটরে প্রশিক্ষণ সম্পন্ন করবে।

এমিরেটসের ভবিষ্যৎ উড়োজাহাজের জন্য ৬৫টি এয়ারবাস এ৩৫০ এবং বিভিন্ন ধরণের ২০৫টি বোয়িং ৭৭৭-এক্স অর্ডার করেছে।

চলতি বছরেই এমিরেটস তাদের আধুনিক পাইলট প্রশিক্ষণ স্থাপনা চালুর জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ৬৩,৩১৮ বর্গফুট আয়তনের এই স্থাপনায় এ৩৫০ এবং ৭৭৭-এক্স উড়োজাহাজের জন্য ৬টি ফুল ফ্লাইট সিম্যুলেটর বে থাকছে। এমিরেটসের সকল পাইলট প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে মোট ১৭টি ফুল ফ্লাইট সিম্যুলেটর পাওয়া যাবে, যেখানে এভিয়েটররা তাদের দক্ষতা উন্নয়নের জন্য বছরে ১৩০,০০০ এর অধিক ঘন্টা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.