বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর, ২০২৪ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১

মিশরে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ ইউনিটের নির্মাণ শুরু

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
প্রথম কংক্রীট ঢালাইয়ের মধ্য দিয়ে গত ১৯ নভেম্বর মিশরের এল-দাবা পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে দ্বিতীয় ইউনিটের মূল নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোপূর্বে চলতি বছরের ৩১ অক্টোবর মিশরীয় পারমানবিক এবং তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইউনিটটি নির্মাণের অনুমতি প্রদান করে। রসাটমের গণমাধ্যম এক বার্তায় মূল নির্মাণ কাজ শুরুর খবর জানিয়েছে।
কংক্রীট ঢালাইয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশরের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানী বিষয়ক মন্ত্রী ডঃ মোহামেদ শাকের এল-মারকাবী, পারমানবিক বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষের চেয়ারম্যান ডঃ আমজেদ এল-ওয়াকীল, রসাটমের মহাপরিচালক ডঃ আলেক্সি লিখাচেভ, এবং এএসই’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (এনপিপি প্রকল্প ব্যবস্থাপনা) ডঃ আলেক্সান্ডার কোরচাগিন।
এল-দাবা এনপিপি মিশরের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। কায়রোর প্রায় ৩০০কিমি উত্তর-পূর্বে ভূমধ্যসাগর উপকূলবর্তী এল-দাবা শহরে এটি নির্মীত হচ্ছে। প্রকল্পটিতে ৪টি বিদ্যুৎ ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগা-ওয়াট। এল-দাবা প্রকল্পে ব্যবহৃত হবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর।
এল-দাবা এনপিপি বাস্তবায়ন করছে রাশিয়া। প্রকল্পটির পূরো আয়ুষ্কাল ধরে জ্বালানী সরবরাহ, মিশরীয় জনবল প্রশিক্ষন, প্রথম দশ বছর প্রকল্পটির অপারেশন ও সার্ভিসিং-এ সহায়তা করবে রাশিয়া। এছাড়াও রাশিয়া ব্যবহৃত পারমাণবিক জ্বালানীর জন্য একটি সংরক্ষণাগার নির্মাণ করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.