শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার নতুন সহযোগীর মর্যাদা পেল রসাটমের টেকনিক্যাল একাডেমী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
রসাটেমের টেকনিক্যাল একাডেমী আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (ওঅঊঅ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে আইএইএ’র সহযোগী কেন্দ্র হিসেবে পারমাণবিক জ্ঞান ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে একাডেমীর স্ট্যাটাস বৃদ্ধি করা হয়েছে। এসকল ক্ষেত্রে আইএইএ’র সহযোগী হিসেবে রসাটম টেকনিক্যাল একাডেমী হলো প্রথম এবং একমাত্র প্রতিষ্ঠান যারা পাঁচটি প্রোগ্রাম নিয়ে কাজ করছে। উল্লেখ্য, এই প্রোগ্রামগুলোর মধ্যে ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টর ক্ষেত্রটিও অন্তর্ভূক্ত রয়েছে। রসাটমের মিডিয়া উইং বুধবার (২৬ অক্টোবর) প্রেরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

গত ২১-২৫ অক্টোবর ভিয়েনায় অনুষ্ঠিত ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টর (এসএমআর) এবং এর ব্যবহার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইনে চুক্তিটিতে স্বাক্ষর করেন রসাটম টেকনিক্যাল একাডেমীর রেক্টর ইউরি সিলিজনিওভ; আইএইএ’র উপ-মহাপরিচালক মিখাইল চুদাকভ ও নাজাত মোখতার এবং পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের প্রধান লীডি এভরার্ড।

চুক্তির অধীনে রসাটম টেকনিক্যাল একাডেমী পারমাণবিক শক্তি, পারমাণবিক সুরক্ষা, পারমাণবিক বিজ্ঞান এবং এর ব্যবহার বিষয়ে আইএইএ’র সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করবে। একই সঙ্গে, ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টর, মেডিক্যাল পদার্থবিদ্যা এবং রেডিও ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত হবে।

ইউরি সিলিজনিওভ এ ব্যাপারে বলেন, “প্রোগ্রামের বিস্তার সংক্রান্ত আইএইএ’র সঙ্গে আমাদের সহযোগিতা চুক্তির মাধ্যমে ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টরের উন্নয়ন, নকশা প্রণয়ন এবং নির্মানের ক্ষেত্রে এবং একই সঙ্গে নিউকিয়ার মেডিসিনের উন্নয়নের ক্ষেত্রে রাশিয়ার সর্বোচ্চ যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি মিলেছে। এছাড়াও জ্ঞান ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নে রসাটম টেকনিক্যাল একাডেমী যেসকল প্রোগ্রাম বাস্তবায়ন করছে, তার ব্যাপারে আইএইএ’র গ্রহণযোগ্যতাও প্রমানিত হয়েছে”।

রসাটম টেকনিক্যাল একাডেমী পারমাণবিক শিল্পের সঙ্গে যুক্ত পেশাদারদের জন্য একটি আধুনিক সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে বিবেচিত। একাডেমীটি পারমাণবিক শক্তি প্রকৌশল এবং পারমাণবিক শিল্পে কর্মরত বিশেষজ্ঞ ব্যবস্থাপকদের পেশাগত পুনঃপ্রশিক্ষণ, ব্যাক্তিগত সার্টিফিকেশন প্রদান করে। এছাড়াও পারমাণবিক শক্তির নিরাপদ ব্যবহার, তত্তাবধান, রাষ্ট্রীয় সুরক্ষা এবং পরিচালন ও সমর্থন প্রক্রিয়ায় রসাটমের অন্তর্ভূক্ত বিভিন্ন সংস্থাগুলোকে বৈজ্ঞানিক ও পদ্ধতিগত সহায়তা প্রদান করে এই একাডেমী।

আইএইএ’র সহযোগী হিসেবে রসাটম টেকনিক্যাল একাডেমী ২০১৯ থেকে নিয়মিতভাবে পারমাণবিক জগতে নবাগত দেশগুলোর বিশেষজ্ঞদের জন্য বিভিন্ন ওয়ার্কশপ, প্রশিক্ষণ কোর্স আয়োজন করে আসছে। গত চার বছরে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার ৬১টি দেশের ১,৪১০জন বিশেষজ্ঞ একাডেমীটি থেকে প্রশিক্ষণ লাভ করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.