শুক্রবার | ৮ নভেম্বর, ২০২৪ | ২৩ কার্তিক, ১৪৩১

লালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি :
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা হামলায় পল্টন ট্রাজেডি উপলক্ষে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর ২০২৪) বিকেলে উপজেলা জামায়াত অফিস চত্বরে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়াহাব, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, উপজেলা জামাতের সূরা ও কর্ম পরিষদ সদস্য সাজ্জাদুর রহমান উজ্জ্বল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা পশ্চিম শাখার সভাপতি সাব্বির আহমেদ, পূর্ব শাখার সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.