বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১

ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন সিলাটেক প্রোমিজ-ক্লায়েন্ট এবং ইডি উদ্যোক্তাদের ‘আনলকিং ফাইনান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্প’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর ২০২৪) উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
সভায় বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খাঁ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সবুর, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা সুলতানা, সমবায় কর্মকর্তা মো. আজিজুর রহমান।
উপস্থিত ছিলেন ব্র্যাক নাটোর জেলা সমন্বয়ক মো. মাহফুজুর রহমান, ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (প্রগতি) মো. মিনহাজুর রহমান, এরিয়া ম্যানেজার ও (দাবি) শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রউফ তালুকদার এবং সিলাটেক প্রমিজ ও ইডির সুবিধাভোগী ক্লায়েন্টগন।
এতে সভাপতিত্ব করেন ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক হাসিনা আক্তার। প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক স্কিলস ডেভলপমেন্ট প্রোগ্রামের (প্রমিজ) জেলা ব্যবস্থাপক মো. মমিনুল ইসলাম। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন এলাকা ব্যবস্থাপক নিতীশ কুমার বাওয়ালী এবং সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা ব্যবস্থাপক (ইডি) শিশির রঞ্জন রায়, প্রোগ্রাম অর্গানাইজার (ইডি) জিয়াউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েট অফিসার (প্রমিজ) সালমা বেগম।
সভায় প্রধান অতিথি সিলাটেক প্রোমিজ-ক্লায়েন্ট এবং ইডি-উদ্যোক্তাদের সঙ্গে বিভিন্ন ট্রেনিং গ্রহনের বিষয়ে আলোচনা করেন।
একজন উদ্যোক্তা কিভাবে তার ব্যবসা শুরু করবেন, পরিচালনা করবেন, কিভাবে অর্থ ব্যবস্থাপনা করবেন, কিভাবে শোভন কাজ নিশ্চিত করবেন এবং ব্যবসার ঝুঁকি নিরসনের উপায় সমূহ কি কি হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয় এবং ব্র্যাকের ট্রেনিংয়ের মাধ্যমে লালপুরে নতুন উদ্যোক্তাগণকে তা শেখানো হচ্ছে। এটাকে তিনি খুবই চমৎকার উদ্যোগ বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, এভাবে ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে এবং তাহলে আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো।
তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং ব্র্যাকের ডাকে সবার অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে মেন্টরস মো. শহিদুল ইসলাম, উদ্যোক্তা মেহেদী হাসান ওলি, জান্নাতুল ফেরদৌস বর্ষা, হামিদুর রহমান, সোনিয়া খাতুন, বিভিন্ন এনজিও কর্মকর্তা, বাজার কমিটি, সাংবাদিকসহ ৪০ জন অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, লালপুর উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সের ৪৬০ জন নারী-পুরুষ উদ্যোক্তাকে ৭টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামে হার্ড টু রিচ এরিয়ার শিশু (কিশোর ও তরুণী) এবং যারা অতি দরিদ্র পরিবারের তাদের প্রতি বাড়তি মনোযোগ প্রদান করে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিশেষ কার্যক্রমের প্রচলন করেছে। এর মাধ্যমে তাদেরকে জীবনদক্ষতা, জীবিকা এবং কর্মদক্ষতার প্রশিক্ষণের পাশাপাশি মৌলিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবার প্রশিক্ষণ প্রদান করা হয়। একটানা ছয়মাস দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উপযোগি ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ ও প্রতিমাসে জীবিকা নির্বাহ ভাতা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে।
সময় দ্রুত বদলাচ্ছে, কম্পিউটার ও প্রযুক্তির উপর ভর করে বদলে যাচ্ছে আমাদের চারপাশ। মানুষ বদলে নিচ্ছে নিজেকেও। বিশেষ করে তরুণরা নিত্য-নতুন স্কিল বা দক্ষতা অর্জনে মনোযোগ দিচ্ছে। নির্দিষ্ট চাকরিকে টার্গেট করে বিষয়ভিত্তিক কারিগরি দক্ষতা, যেমন- কম্পিউটার, সাধারণ জ্ঞান, ভাষা শিক্ষা ইত্যাদি। অন্যদিকে ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও বুদ্ধিমত্তা নির্ভর, যেমন- সৃজনশীলতা, নেতৃত্বগুণ, টিমওয়ার্ক, সমস্যা সমাধানের ক্ষমতা ইত্যাদি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.