শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

লালপুরে জাতীয় যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে  শুক্রবার (১লা নভেম্বর) ‘জাতীয় যুব দিবস ২০২৪’ উদযাপন করা হয়েছে। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ‘। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের নিমিত্তে উপজেলা চত্ত্বর থেকে সকাল ১০ টায় যুব র‍্যালি বের করা হয়।
র‍্যালি শেষে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বুলবুল পারভেজের সঞ্চালনায়  উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান।
আলোচনা শেষে তিনি যুব উদ্যোক্তাদের মাঝে  চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি কোডিনেটর মাইদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.