শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

শীত মৌসুমে দুবাইয়ে এমিরেটস যাত্রীদের জন্য অভাবনীয় অফার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
নভেম্বর থেকে মার্চ- এপ্রিল ২০২৫ পর্যন্ত দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা দুবাই এবং ইউএই’তে বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করবেন। ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করে ভ্রমণকারীরা এই সুবিধা নিতে পারবেন। এই পাসটি মূলত যাত্রীর এমিরেটস বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র।এমিরেটস এর মিডিয়া উইং আকর্ষণীয় অফারের খবর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মাই এমিরেটস পাস এর মাধ্যমে যাত্রীরা বিভিন্ন রেস্টুরেন্ট, ফ্যামিলি ডে আউট, স্পা, বিলাসবহুল শপিং আউটলেট, প্রাইভেট পুলসহ বিভিন্ন স্থানে এক্সকুসিভ ডিসকাউন্ট পাবেন। দুবাইয়ের অন্যতম আকর্ষণ ‘এট দা টপ বুর্জ খলিফা’, ‘আইএমজি ওয়ার্ল্ডস অফ এডভেঞ্চার এন্ড একুয়াভেঞ্চার ওয়াটার পার্ক’ এর ক্ষেত্রেও বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হবে।

রিটেইল, অবকাশ, ডাইনিং, সুপরিচিত এট্রাকশন, বিলাসবহুল স্পার জন্য ৬০০টির অধিক বিশেষ অফার এবং ডিসকাউন্ট ছাড়াও চলতি শীত মৌসুমে যাত্রীরা এক্সপো সিটি’তে অবস্থিত ‘ভিশন প্যাভিলিয়ন এন্ড এক্সপো মিউজিয়াম’ বিনামূল্যে ভিজিট করতে পারবেন।

উল্লেখ্য, চলতি শীত মৌসুমেই ৬ ডিসেম্বর ২০২৪ থেকে ১২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পুরো দুবাই জুড়ে আয়োজিত হচ্ছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও বৃহত্তম ‘দুবাই শপিং ফেস্টিভাল’ এর ৩০তম আসর। ফেস্টিভাল চলাকালেও এমিরেটস যাত্রীরা অসংখ্য অভাবনীয় সব অফার উপভোগ করতে পারবেন।

গ্রাহকরা এমিরেটস হলিডেজের মাধ্যমে দুবাই প্যাকেজ বুক করতে পারেন। এক্ষেত্রে, তারা অতিরিক্ত কিছু সুবিধা পাবেন যেমন ফেক্সিবল বুকিং অপশন। তাছাড়াও, এমিরেটস হলিডেজের সার্ভিস টীম দিনরাত ২৪ ঘন্টা যেকোন প্রয়োজনে গ্রাহকদের সেবা প্রদান করবে।

দুবাই অবস্থানকালে এমিরেটসের লয়ালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ সদস্যরা এয়ারলাইনটির বিভিন্ন পার্টনারদের সেবা গ্রহণ করলে ‘মাইল’ বা পয়েন্ট অর্জন করার সুবিধা পাবেন। এসব পার্টনারদের মধ্যে রয়েছে দুবাই মল, এরাবিয়ান এডভেঞ্চার, এমিরেটস হলিডেজ ইত্যাদি।

প্রাসংগত, এমিরেটস বর্তমানে ঢাকায় প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.