শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১

সাস্টিয়ান নরসিংদী’র মিলন মেলা

সায়েদ আব্দুল্লাহ যীশু :
সম্প্রতি (৮ নভেম্বর ২০২৪, শুক্রবার) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়ে গেল সাস্টিয়ান নরসিংদী’র মিলন মেলা। আবৃত্তি, গান, আড্ডা, রেফেল ড্র অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিনটিকে নিজেদের মতো করে উদযাপন করেছে নরসিংদীতে জন্ম কিংবা কর্মসূত্রে অবস্থানরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এম এম ইস্পাহানীর লিমিটেডের সৌজন্যে দিনভর চা-বিস্কুট সরবরাহ করা হয়, যা মিলন মেলায় আগত সকলকে বাড়তি আনন্দ যুগিয়েছে।
ড্রিম হলিডে পার্কের মল্লিকা পিকনিক স্পটে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। শুরুতেই অংশগ্রহণকারিদের হাতে সাস্টিয়ান নরসিংদী’র মনোগ্রাম সম্বলিত উপহার সামগ্রি ব্যাগ, টি শার্ট, মগ, চাবির রিং এবং কোট পিন তুলে দেন সংগঠনের সভাপতি ও পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক ও পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সায়েদ আব্দুল্লাহ যীশু এবং সাংগঠনিক সম্পাদক ও রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম।


মিলন মেলায় ক্যাম্পাসের পুরনো বন্ধু বান্ধবি এবং সহপাঠিদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সেলফি ও স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন সবাই। উজ্জ্বল চন্দ্র শীল, মোরসালিন, অপু পাল, শাহপরাণ ও সাগরের সঞ্চালনায় স্মৃতিময় বক্তব্য রাখেন ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ মারুফ মিয়া, বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা মুবিন হুদা, ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমান, সার কারখানার সিনিয়র সহকারি ব্যবস্থাপক রেজা শরীফ কামাল, আলতাফ হোসেন, পিএইচপি গ্রুপের মেনেজার মো. এমরান হোসেন ভূঞা, বহুজাতিক প্রতিষ্ঠান এন্ড্রিয়টি ইম্পায়েতি’র সাইট ইঞ্জিনিয়ার আতাউল হক মোল্লা নিয়ন, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. নাছির উদ্দিন, শিহাবুল হক, সজীব নাজমুল, বেসিক ব্যাংকের আফাজ উদ্দিন, ইস্টার্ন ব্যাংকের এভিপি শরীফুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক লুৎফর রহমান, সোনালী ব্যাংকের মেনেজার স্বাধীন আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তরের সহসম্পাদক গাজী সাদেক, এক্সিম ব্যাংকের সাইফুল ইসলাম, সিভিল অডিটের ওবায়দুল্লাহ বাবু, কৃষি ব্যাংকের সোহেল আহমেদ, স্কয়ার ফার্মাসিউকেলসের এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোলার রেজাউল করিম খান, ন্যাশনাল কলেজ অব এডুকেশনের প্রভাষক ফাতেমা-তুজ-জোহরা মনামি, নাছিমা কাদির মোল্লা স্কুলের শিক্ষক আবু মুসা প্রমুখ।
শেষ বিকালে অনুষ্ঠিত হয় টান টান উত্তেজনাপূর্ণ রেফেল ড্র। ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-সিলেট বিমানের কাপল টিকেটসহ নানা ধরণের মূল্যাবান সামগ্রি ছিল পুরস্কারের তালিকায়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শাহজালাল বিশ^দ্যিালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এর সাবেক সাধারণ সম্পাদক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম, নরসিংদী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মোমেন, প্রভাষক মাজহারুল ইসলাম, মিজানুর রহমান, নরসিংদী সরকারি কলেজের সহেেযাগি অধ্যাপক মোস্তাফিজুর রহমান রাসেল, সহকারি অধ্যাপক আব্দুর রহমান ইমন, বিসিআইসি’র সহকারি ব্যবস্থাপক আলতা মাসুল ইসলাম শামীম, জনতা ব্যাংকের সাখাওয়াত হোসেন ও বায়েজিদ সনেট।
পুরনো বন্ধুবান্ধব ও সাবেক সহপাঠিদের সাথে আনন্দময় একটি দিন কাটিয়ে সূর্যাস্তের সময় বিমর্ষ চিত্তে মিলন মেলা ছেড়ে যান সাস্টিয়ানরা। তবে সকলেই আশা রাখেন মাঝে মধ্যেই মিলন মেলা আয়োজনের, বছরে অন্ততঃ একবার।

* সায়েদ আব্দুল্লাহ যীশু: সাধারণ সম্পাদক, সাস্টিয়ান নরসিংদী; আজীবন সদস্য, সাস্ট ক্লাব লিমিটেড; সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ, শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব, সিলেট; সেল: ০১৮১৮ ৮২২ ৭৫৫, মেইল: [email protected]

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.